নওগাঁ বাঙ্গাবাড়িয়া এক মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট অভিযোগ উঠেছে ভূক্তভোগি সূত্রে জানা যায়, নওগাঁ বাঙ্গাবাড়িয়া সদর কলেজ পাড়ার বীর মুক্তিযোদ্ধা মৃত্যু খাজা মঈনুদ্দিন মিয়ার বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়। ঘটনাস্থলে আমবিয়া খাতুন সাথে কথা বলে জানা যায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
তারাই জোট ধরে গত মঙ্গলবার সন্ধ্যা দিকে মো:মালেকের সন্ত্রাসীরা ৩০/৩৫ জনের একটি দল নিয়ে মো.বীর মুক্তিযোদ্দা মৃত্যু খাজা মঈনুদ্দিন মিয়ার বাড়িতে ঢুকে তার বসত বাড়ি, ঘর, ভাংচুর, লুটপাট করেছে।মো: মালেক পিতাঃজলিল(৩০)শিপ্লব,(৩৮)পিতা মৃত্যু মক্কা ডাকাত,
মো:সুমন(৩৪)পিতা:ওসুমন গংদের নেতৃত্বে মুক্তিযুদ্ধার বাড়িতে ভাংচুর করেন।সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ। চলছে
তারাই জোট ধরে একটি সন্ত্রাসী বাহিনী দল নিয়ে বীর মুক্তিযোদ্ধা মৃত্যু খাজা মঈনুদ্দিন মিয়ার এর বাড়িতে ঢুকে হামলা ও আতংক সৃষ্টি করে নওগাঁ সদর মডেল থানার ওসির সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন ৷
Leave a Reply