বিরাট কোহলি-আনুশকা শর্মার ঘর আলো করে এলো নতুন অতিথি। সৌভাগ্যের প্রতীক কন্যা সন্তান জন্ম দিয়েছেন আনুশকা শর্মা।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে মুম্বাইতে কোহলিপত্নী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার কোলে জন্ম নেয় কন্যা শিশু।
নিজের টুইটারে বাবা হওয়ার সুখবর দিয়েছেন বিরাট কোহলি নিজেই। মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, নতুন সন্তানের আগমনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলি-আনুশকা দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভক্ত-সমর্থক ও সতীর্থরা।
এর আগে অনাগত সন্তান আর স্ত্রীর পাশে থাকার জন্য অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ভারতে ফিরে আসেন তিনি। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নেন ভারতীয় অধিনায়ক। গেল আগস্টে আনুশকা গর্ভবতী হওয়ার খবর প্রথম জনসম্মুখে আসে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা।
Leave a Reply