“সবাই মিলে করবো কাজ/ গড়বো মোরা আলোকিত সমাজ” স্লোগানটিকে কেবল কথায় নয় বরং কাজে বাস্তবায়ন করার মাধ্যমে “নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ” সামাজিক সংগঠনটি ইতিমধ্যে সুবর্ণচরবাসীর হৃদয় জয় করেছে।
৩ ফেব্রুয়ারী নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হারিছ চৌধুরী বাজারে সন্ধ্যায় “নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ” এর গণপাঠাগারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহি উদ্দিন মানিক ও ছালেহ উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় মহি উদ্দিন মানিক বলেন, উক্ত সংগঠনের মাধ্যমে পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরন এবং মুমূর্ষু রোগিদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি নিশ্চয়ই একটি মহৎ কাজ। এবং এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এমনটি প্রত্যাশা করি।
মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, বৃক্ষরোপন ও মাদক বিরোধী কর্মকান্ডসহ “নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ” এর যাবতীয় কাজ সত্যিই প্রশংসার দাবী রাখে।
২০২০ সালে প্রতিষ্ঠিত “নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এনামুল হক এর সভাপতিত্বে এ সময় অন্যান্য সদস্যগণ উপস্থীত ছিলেন।
Leave a Reply