নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর বিরবাজার গ্রামে প্রতিবন্ধী জহুরুল ইসলামের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২২ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ জহুরুল ইসলাম বলেন, আমি একজন প্রতিবন্ধী হওয়ার কারণে তেমন কোন কাজ কর্ম করতে পারিনা, এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় কোনরকম এই ঘরটি তৈরি করেছিলাম কিন্তু আগুনে পুরে সেটিও ছাই হয়ে গেল। আমার পরিবারের সাংসারিক সমস্ত আসবাবপত্র এই ঘরে রাখতাম। সেই সাথে গরু-ছাগল বিক্রি করার নগদ ৭০ হাজার টাকা পুরে ছাই হয়ে গেছে। রান্না করার কড়াই থেকে শুরু করে থালা বাসন চৌকি সব পুরে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় আমার আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এঘটনা শুনার পর নাজিরপুর আলো প্রতিবন্ধী সংস্থার সভাপতি আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান আলী ঘটনাস্থল পরিদর্শন করে নগদ অর্থ সহযোগিতা করেছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা হবে।
Leave a Reply