নাটোরের নলডাঙ্গায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্রোহী মেয়র প্রার্থী সাহেব আলীকে নলডাঙ্গা পৌর আওয়ামীলীগের কমিটি হতে বহিস্কারের ঘোষণা দিয়েছে ।
বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নলডাঙ্গা পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় সিদ্ধান্তক্রমে পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস এ ঘোষণা দেন।
এ সময় শরিফুল ইসলাম পিয়াস বলেন,কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী দলীয় শৃংখলা ভঙ্গ করে,দলীয় মতাদর্শের বাইরে গিয়ে নৌকা মার্কার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায়, সাহেব আলীকে বহিস্কার করা হলো।
তাছাড়াও পৌর আওয়ামীলীগের সকলকে সাহেব আলীর সাথে কোন প্রকার সম্পর্ক না রাখার নির্দেশ দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য রইচ উদ্দিন রুবেল এবং নলডাঙ্গা পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
Leave a Reply