নাটোরের বড়াইগ্রামে গণতন্ত্রের বিজয় উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর বুধবার বিকেলে এ উপলক্ষে উপজেলার বনপাড়া পৌর গেট থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর চত্বরে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জুলফিকার মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর- ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর)আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, আওয়ামী লীগ নেতা কাজী ইউসুফ আব্দুল্লাহ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
Leave a Reply