নাটোরের বাগাতিপাড়াতে হোসাইন নামে ১৬ বছর বয়সী এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুর ৩ টা নাগাদ উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জিয়ারকোল গ্রামে এ ঘটনা ঘটে।যুবক হোসাইন ওই এলাকার মৃত মোজাম্মেলের ছেলে।বিষয়টি বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান নিশ্চিত করেছেন।নিহতের পিতা মৃত মোজাম্মেল হক ২০১৩ সালে স্ত্রী ২ কন্যা ও ১ ছেলেকে রেখে মারা যায় স্ত্রী ফেরদৌসীর বয়স ৪২ বছর,বড় মেয়ে মৌসুমির বয়স ২৪ বছর,ছোট মেয়ে মৌ এর বয়স ২২ বছর ও সবার ছোট হোসাইনের বয়স ১৬ বছর।নিহত হোসাইনের বড় বোন মৌসুমী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানকে বলেন,১৬ বছর বয়সী সবার ছোট ভাই হোসাইন একটু একরোখা সভাবের ছিলো আজকে সে মাকে পাঙ্গাস মাছ রান্নার কথা বলেছিলো মা পাঙ্গাস মাছ রান্না না করে সিলভার কাপ মাছ রান্না করে দুপুরে খাবার খেতে বসে সিলভার কাপ মাছের তরকারি দেখে হোসাইন ক্ষিপ্ত হয়ে তরকারি ঘরের জানালা দিয়ে ফেলে দিয়ে না খেয়ে বিছানায় শুয়ে পড়ে এ সময় নিহত হোসাইনের মা বাড়ির পাশেই হোসাইনের খালার বাড়িতে তরকারি আনতে যায় ফিরে এসে ঘরে ঢুকতেই তারই ব্যাবহৃত ওড়না দিয়ে ঘরের ডাবের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার আদেরের ছোট ছেলে হোসাইনের নিঠর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্না ও আত্ব চিৎকারে আশে পাশের মানুষ ছুটে এসে হোসাইনের মৃত লাশ ফাঁস থেকে নামিয়ে ঘরের বাহিরে নেয় খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ ও উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় ইউ,পি সদস্য এবং এলকার জনসাধারণের উপস্থিতিতে অভিজ্ঞ ডাক্তার দারা হোসাইনের মৃত্য নিশ্চিত করেন ঘটনার সত্যতা বাগাতিপাড়া থানা পুলিশ খতিয়ে দেখবেন বলে জানান।
আবু বাসার বাগাতিপাড়া,নাটোর প্রতিনিধি:
মোবাঃ০১৩০৩-১৪৮৩৪৬
তারিখঃ২৯-০৭-২৩ খ্রীঃ
Leave a Reply