নাটোরের বাগাতিপাড়ায় বিলকিস (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পারিবারিক কলহের কারণে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারনা পুলিশের।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর গ্রামে এই মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। মৃত গৃহবধু ঐ গ্রামের দিন মজুর সেলিম উদ্দিনের স্ত্রী।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর গ্রামে বিলকিস নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে এর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান ওসি নাজমুল হক।
Leave a Reply