নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের ব্যানারে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার ২৩ জানুয়ারি বিকালে উপজেলার জামনগর বাজারে মানবাধিকার কর্মীদের উদ্যোগে এবং কমিশনের উপজেলা শাখার সহসভাপতি জোবাইদা খাতুন মিলি এর অর্থায়নে শতাধিক শীতার্ত অসহায় মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার কর্মী অবসরপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আরশাদ মাহমুদের সঞ্চালনায় এবং কমিশনের উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য দেন কমিশনের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি প্রভাষক মঞ্জুরুল আলম মাসু্ম, উপদেষ্টা সুকুমার মুখার্জি, শমসের আলী, সাংবাদিক রেজাউন্নবী রেনু, সদস্য ও বাগাতিপাড়া সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মুঞ্জুরুল ইসলাম লিটন প্রমূখ।
Leave a Reply