নাটোরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হতে প্রাপ্ত হুইলচেয়ার বাগাতিপাড়ার অসহায় দুস্ত প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ জন প্রতিবন্ধীদের মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে উপজেলা পরিষদ জিমনেসিয়াম হলরুমে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ সকল সামগ্রী বিতরণ করেন। এ সময় বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ এবং স্থানীয় আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply