নাটোরে এশিয়ান টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা প্রতিনিধি আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান আখতার রহমান।
এশিয়ান টেলিভিশনের বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি নাহিদুল ইসলাম নাহিদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও দৈনিক করতোয়া পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ,যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও নাটোর প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও এসএ টিভির নাটোর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুল।সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে এ সময় বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান,
বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি হাসান আলী সোহেল,
লালপুর উপজেলা প্রতিনিধি ওমর ফারুক,সিংড়া উপজেলা প্রতিনিধি সারোয়ার হোসেন ও গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান তানিম।
Leave a Reply