নাটোরে মাছবাহী নছিমন উল্টে কলেজ ছাত্র সহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।
রোববার (২৩ মে) নাটোর সদর উপজেলার চকআমহাটি গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন নছিমন চালক নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মিজানুর রহমান ও পথচারী চকআমহাটি গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে বাচ্চু সরদার। আহত ব্যক্তি মাধনগর গ্রামের আক্কাস আলীর ছেলে শাহিনুর রহমান।
নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন ও স্থানীয়রা জানান, নলডাঙ্গা উপজেলার মাধনগর থেকে নছিমন (শ্যালো ইঞ্জিন চালিত) গাড়িতে করে মাছ নিয়ে তারা নাটোর শহরের মাছের আরতে যাচ্ছিলো। পথে নাটোর সদর উপজেলার চকআমহাটি মোড়ে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে নছিমনটি পথচারীর উপর উল্টে পড়ে। এ সময় নছিমন চালক মিজানুর রহমান, যাত্রী শাহিনুর রহমান ও পথচারী বাচ্চু সরদার আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে মিজানুর রহমান ও বাচ্চু সরদারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারা মারা যান। আহত শাহিনুর রহমানকে নাটোর সদর হাসপাতেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
Leave a Reply