নাটোরের বড়াইগ্রামে পাট ক্ষেত থেকে চা বিক্রেতা আব্দুস সামাদের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৭ জুন দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভা এলাকার একটি পাটের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।ওই এলাকার মৃত ওসমান গণির ছেলে আব্দুস সামাদ।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইনচার্জ) রাশেদুল ইসলাম খান নিহতের পরিবারিক সূত্রে জানান, আব্দুস সামাদ বুধবার দুপুরে বাড়ি সংলগ্ন চায়ের দোকান বন্ধ করে বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার দুপুরে স্থাণীয়রা বাড়ির অদুরে একটি পাটের জমিতে লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা লাশ সনাক্ত করে। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিক ভাবে মৃত্যুর কোন কারণ জানা যায়নি।
Leave a Reply