নাটোরে অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার জংলি গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, শনিবার বিকালে ভ্রাম্যমান আদালত অবৈধ মাটি উত্তোলন এবং পুকুর খননের বিরুদ্ধে সদর উপজেলার জংলি, কৈগাড়ি কৃষ্ণপুর, লক্ষিপুর বড়বড়িয়া সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। লক্ষিপুর এলাকার দুটি স্পটে অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। পরে জংলি এলাকায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ১টি মামলায় এক জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply