জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
৩০শে ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠের মাধ্যমে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন নাটোর ০৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি,চান্দাই ইউ,পি চেয়ারম্যান আনিসুর রহমান খেচু,নগর ইউ,পি চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ডালু, গোপালপুর ইউ,পি চেয়ারম্যান আঃ সালাম খান, বড়াইগ্রাম ইউ,পি চেয়ারম্যান মোমিন আলী, জোয়াড়ি ইউ,পি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, উপজেলা পরিসংখ্যান অফিসার ফারুক আহমেদ, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সচিব কে,এম,জামিল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল গাজী সহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
উদ্বোধনী অনুষ্ঠানে এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট এবং বার্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর ,দৃষ্টিনন্দন ও অনাড়াম্বরপূর্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়।
পরে উদ্বোধনী খেলায় উপজেলার গোপালপুর ইউ,পি বনাম জোয়াড়ী ইউনিয়নের দুুইটি দল অংশগ্রহন করে।
Leave a Reply