জন্ম শতবার্ষিকী উপলক্ষে নাটোরে অনুষ্ঠিত হয়েছে “বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন “প্রতিযোগিতা।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দোগ ও জেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগীতার উদ্বোধন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
শহরের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়। সহস্রাধিক প্রতিযোগী এতে অংশ নেন। নিধার্রিত পথ অতিক্রম করে দৌড় শেষ হয় নবাব সিরাজ-উদ দৌলা সরকারী কলেজ মাঠে গিয়ে।
প্রতিযোগীতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী অফিসার জাহাঙ্গীর আলম, এমকে কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেনসহ সেনাবাহিনীর প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
Leave a Reply