নাটোরে র্যাব-৫ দুটি পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করায় ০৬ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাবের একটি অপারেশন দল ৮ সেপ্টেম্বর বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম বাজার ও জামতলী নিচা বাজার এলাকায় দুটি অভিযান পরিচালনা করে অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষাথীদের নিকট হস্তান্তর করায় (ক) সিপিইউ-০৬ টি, (খ) হার্ডডিক্স -১৪ টি (গ) মনিটর- ০৬ টি, (ঘ) কি-বোর্ড- ০৬ টি, (ঙ) মাউস- ০৬ টি, (চ) কার্ড রিডার- ২১ টি, (ছ) কম্পিউটার ক্যাবল- ১৬ টিসহ আসামী সিংড়া থানারবড় চৌগ্রামের মোঃ রুবেল (২৪), পিতা- মোঃ সামসুল, মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা- আব্দুস সামাদ, মোঃ জুয়েল (২৪), পিতা- মোঃ রফিকুল হোসেন, মোঃ শাহ্ সুফি@ শুভ (২৪), পিতা- মোঃ আবুল কাশেম ও পাকুড়িয়া গ্রামের মোঃ সাব্বির হোসেন (২৪), পিতা- আব্দুল কুদ্দুস, শ্রী রঞ্জন (২৮), পিতা- মৃত গোপাল ঠাকুরকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষাথীদের নিকট দীর্ঘদিন ধরে হস্তান্তর করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply