নাটোর (সিপিসি-২), র্যাব-৫ কর্তৃক মাদক সেবনরত অবস্থায় ০৮ জন মাদক সেবীকে গ্রেফতার করেছে।
নাটোর (সিপিসি-২), র্যাব-৫ এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি শেখ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ইং ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল হতে রাত্রি পর্যন্ত নাটোর জেলার সদর উপজেলার মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে বড়হরিশপুর বাসষ্টেনের পিছনে দৌলতের বাসার পাশ্বে থেকে মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ মাহফুজ আলম (১৮), হাজরা নাটোর শ্রী শ্যামল এর ছেলে শ্রী জয় সরকার (২৫), হাজরা অর্জুন কুমারের ছেলে আকাশ কুমার(২০), তেবারিয়াহাট এলাকার ভুইয়া কাশেম মাঝির ছেলে মোঃ ভূইয়া বাবু (২৬), হাজরা নাটোরের মোঃ আসাদুল্লাহ ছেলে মোঃ শাহিন আলম (২২),চানপুর কোরিয়াপাড়ার মোঃ দুদু প্রামানিক এর ছেলে মোঃ টিপু সুলতান (২৮),ছাতনী কেশবপুরের খোদাবক্সের ছেলে মোঃ রিমন আলী (১৮), ছাতনী কেশবপুরের মোঃ আঃ মালেক এর ছেলে মোঃ নাসির আলী (১৮), ঘটনাস্থল হইতে উদ্ধারমতে জব্দকৃত আলামত (ক) সাদা কাগজে মোড়ানো শুকনা গাঁজা ১০ (দশ) গ্রাম, (খ) বিভিন্ন রংয়ের গ্যাস লাইট ০৪ (চার) টিসহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে আসিয়া উল্লিখিত স্থানে একত্রিত হইয়া মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছিল বলিয়া সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
এ ঘটনার ব্যাপারে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা রয়েছে।
Leave a Reply