নাটোর-১ আসনে ওরা ১১ জনের মধ্যে ২ জন মনোনয়ন তুলে নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতার মাঠে রইল ৯ জন। মনোনয়ন উত্তোলন কারীরা হলো জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আনিসুর রহমান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।
নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতাকারী ৯ জন হলো বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল, হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য কর্নেল (অব:) রমজান আলী সরকার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজল রায়, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জাতীয় পার্টির মো: আশিক হোসেন, জাসদের (ইনু) মনোনীত প্রার্থী মো: মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র মো. জামাল উদ্দিন ফারুক ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো: লিয়াকত আলী। আগামীকাল ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হবে।
Leave a Reply