নারায়নগঞ্জের সোনারগাঁও পুলিশের ওপর হামলা ও ভাংচুরের অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হকসহ হেফাজতে ইসলামসহ ৮৩ জনের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) বিকালে এ মামলা দায়ের করেন। আর আগে, গত ৫ এপ্রিল হেফাজতের নেতা মামুনুল হকসহ হেফাজতে ইসলামের ১৭ জন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) রাজধানীর পল্টন থানায় আরিফুজ্জামান নামে এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ৮।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হেফাজত নেতা মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পুরান ঢাকার এক বাসিন্দা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply