নারীরা এগিয়ে আসলে দুর্নীতি কমবে; সেজন্য সমবায়ে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা জানান। বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুষম উন্নয়নের লক্ষ্যে সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।
শেখ হাসিনা আরও বলেন, ঋণের সুবিধার জন্য যাতে কাউকে দেশান্তরিত হতে না হয়, সেজন্য ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়ের ব্যবস্থা করেছে সরকার। কোন জায়গা যাতে অনাবাদি না থাকে সেদিকে নজর দেয়ারও আহবান জানান প্রধানমন্ত্রীর।
এছাড়াও ইতোমধ্যে ‘আমার বাড়ি-আমার খামার’ প্রকল্পের আওতায় ১০টি গ্রামে বঙ্গবন্ধু মডেল গ্রামের কর্মসূচি শুরু হয়েছে। এ বছর ১০টি সমবায় সংগঠনকে দেয়া হয়েছে এ পুরস্কার।
Leave a Reply