রাজধানীর বাড্ডা এলাকা থেকে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ১৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইউনুছ (৫০), মো. রহিম (৪৫) ও শিমু আক্তার (২৪)।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়ার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।
তিনি বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে বাড্ডার কৃষি ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ১৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা ওয়ালিদ জানান, তারা কক্সবাজার থেকে পাকস্থলিতে করে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা আসেন। পরবর্তীতে পায়ুপথে ইয়াবা ট্যাবলেট বের করে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এ সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে।
Leave a Reply