আফগানিস্তানের এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে তালেবান। খুন হওয়া ওই নারীর পরিবারের সদস্যরা বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, ওই নারীর নাম বানু নেগার। তাকে তার পরিবারের সামনেই গুলি করে হত্যা করা হয়। আফগানিস্তানের ঘোর প্রদেশের ফিরোজকোহ এলাকায় থাকতেন বানু।
আরো বলা হয়, তালেবানরা দেশ দখলের পর থেকে একের পর এক নারী নিগ্রহের খবর আসছে। এরই মধ্যে বানুকে গুলি করে হত্যার খবর পাওয়া গেলো।
এদিকে ফিরোজকোহতে ভয়ে কেউ মুখ খুলতে চাইছে না। শুধুমাত্র পরিবারের সদস্যরাই হত্যার পর বিভিন্ন ছবি সরবরাহ করেছে। ছবিতে গুলিবিদ্ধ বানুর মরদেহ আর দেয়ালে ছিটকে যাওয়া রক্তের দাগ দেখা গেছে। গুলিতে বিকৃত হয়ে গেছে তার চেহারা । হত্যার সময় বানু অন্তঃসত্ত্বা ছিলেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
Leave a Reply