কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর নগরীর একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে (আন্ডারগ্রাউন্ড) অরূপ কর্মকার (২৭) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর রাজগঞ্জ এলাকার নির্মাণাধীন রাজ্জাক টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। অরূপ কর্মকার নগরীর বজ্রপুর এলাকার ধনঞ্জয় কর্মকারের ছেলে।
পুলিশের ধারণা, অরূপের মৃত্যুর সাথে মাদকসেবনের বিষয়টি জড়িত থাকতে পারে। তবে পরিবারের সাথেও তার দূরত্ব ছিল। সে ৫ দিন ধরে নিখোঁজ থাকলেও পরিবারের কেউ থানায় জানায়নি।
কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মো. জামাল উদ্দিন জানান, মানুষ সাদৃশ্য একটি বস্তু দেখতে পেয়ে নির্মাণাধীন রাজ্জাক টাউওয়ার কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। তদন্ত করতে আমি ঘটনাস্থলে আসি। এসে দেখি আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানিতে মানুষ-সদৃশ একটি বস্তু ভেসে আছে। তখন লাঠি দিয়ে আঘাত করলে পচে ভেসে উঠা মরদেহের দুর্গন্ধ ছড়ায়। তখন বুঝতে পারলাম পানিতে ভেসে উঠা বস্তুটি মানুষের মৃতদেহ।
এএসআই জামাল আরো জানান, যুবকটি দীর্ঘ ৫/৬ দিন যাবত নিখোঁজ থাকলেও তার পরিবার থেকে থানায় কোনো জিডি কিংবা অভিযোগও চায়নি। সন্ধান চেয়ে কোথাও কার সহযোগিতা চায়নি। হয়তো তাদের পরিবার কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ বা কলহ ছিল।
অরূপ কর্মকারের স্ত্রী রেখা কর্মকার জানান, তার স্বামী ৫/৬ দিন যাবত নিখোঁজ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় রাজগঞ্জে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্বামীর মরদেহ দেখতে পান। অরূপ মাদকে আসক্ত ছিল বলেও জানান তিনি।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি নির্মাণাধীন ভবনে মাদক সেবন করতে এসে ভবনের আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানিতে পরে মারা গেছে। তবে মৃত্যুর প্রকৃত ঘটনা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।
Leave a Reply