আগামী সাত জানুয়ারী দ্বাূদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে শিবগঞ্জ থানা আওয়ামী লীগ। বুধবার রাত সাতটার দিকে জেলা আওয়ামিলীগের সহসভাপতি,সাবেক শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জ আসনে নৌকার প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের সমন্বয়ে একটি আনন্দ মিছিল শিবগঞ্জ ডাক বাংলো চত্বর থেকে শুর করে শিবগঞ্জের শহরের প্রধান প্নধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ডাকবাংলো চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ নজমুল কবির মুকৃতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান,জেলা পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আল মামুন,উপজেলা ছাত্রলীগের সভসপতি বাবু,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী। সভায় ও মিছিলে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পৌর আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ প্রধান নির্বাচন কমিশনকে অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং নৌকা প্রতীকে সকলের কাছে ভোটের আহ্বান জানান।
Leave a Reply