‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
রোববার সকালে র্যালিটি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের এস এম কে হসপিটালের সামনে থেকে শুরু করে চন্দ্রগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদর্শন করে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালি শেষে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি মো. আলী হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া। এই সময় আরো উপস্থিত ছিলেন, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, চন্দ্রগঞ্জ বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মদ ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।
নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু গৌতম মজুমদার, সহ-সভাপতি বাবু সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক সামছুল আলম বিত্ত, দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক তানভীর আহম্মেদ রিমনসহ নিসচার অন্যান্য সদস্যবৃন্দ। এসময় পরিবহনের বিভিন্ন শ্রমিকসহ পথচারীরা র্যালি ও সমাবেশে অংশ নেন।
Leave a Reply