নেত্রকোনার পূর্বধলায় লিপি আক্তার (৩৫) নামে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার ভোর রাতে উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের দেবর রাসেলকে আহতাবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত লিপি পূর্বধলা পশ্চিম বাজার এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। তিনি বর্তমানে পঞ্চগড়ে বিডিআরএ কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বধলা উপজেলার পশ্চিম বাজার এলাকায় রোববার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ বসত ঘরে লিপি আক্তার ও তার চাচাতো দেবর রাসেলকে গলাকাটা দেখতে পায় পরিবারের লোকজন। পরে দুজনকেই পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিপিকে মৃত ঘোষণা করেন। এদিকে রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, ‘আহত রাসেলের সাথে পরকীয়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে। নিহত লিপির মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহত রাসেলকে পুলিশের হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।’
Leave a Reply