নেত্রকোনা বারহাট্টা উপজেলায় মাদকসহ ৪ চিহ্নিত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (১৫ আগস্ট) মধ্য রাতে উপজেলা সদরের পশ্চিম গোপালপুরের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে ৪৩০ পিচ ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম গাঁজা আটক করা হয়।
গ্রেফতারকৃরা হল, উপজেলার গোপালপুর গ্রামের ১২ মামলার আসামী ললিতা বেগম (৩৬), ৫ মামলার আসামী সেলিম (৪৫), ২ মামলার আসামী আল আমীন (৩৬) ও জলিল (৩৮)। তারা সকলেই গোপালপুর গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় পুলিশ।
নেত্রকোনা গোয়েন্দা পুলিশের ওসি এটিএম মাহমুদুল হক জানান, রবিবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মামুন খন্দকারের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালায়।
এসময় মাদকসহ উক্ত চার জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার বিকেলে তাদের কোর্টে পাঠানো হয়।।
Leave a Reply