করোনাকালীন পরিস্থিতিতে ২য় পর্যায়ে নেত্রকোনায় সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে এই চেক প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান।
চেক প্রদান অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধক্ষসহ জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক জেলার ৫৫ জন সাংবাদিকদের হাতে ১০ হাজার টাকা করে চেক তুলে দেন।
এসময় জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, ‘করোনাকালীন সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। তাদের পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। আজ ৫৫জনকে প্রনোদনার চেক প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরো চেক প্রদান করা হবে।
Leave a Reply