জয় গান
নেয়ামত উল্যাহ তারিফ
ছায়ায় ঢাকা মায়ায় ঘেরা
ছবির মতো গ্রাম,
পাখির ডাকে মুখরিত
চরবাটা তার নাম।
এথায় আছে শিক্ষা দীক্ষা
সভ্যতারই ফুল ফুটে,
রজনীতে আঁখিপাতে
শান্তি সুখের ঘুম জুটে।
এখানেতে রাজনীতির
গণতান্ত্রিক চর্চা হয়,
সম্প্রীতির অটুট বাঁধন
সব মানুষে মিলে রয়।
এখানেতে জন্মিয়াছেন
কত শত গুণ ধর,
সবার তরে নিজকে বিলায়
ভাবে নাতো কেউ পর।
আপন আপন ভাবেন যারা
থাকেন সদায় নিবেদিত,
তাদের কর্ম মহা মূল্য
তাদের কর্ম জনহীত।
রৌদ্র তাপে দেহ জুড়ায়
বট বৃক্ষের ছায়া যেমন,
নিবেদিত নেতা হলেন
মজলুমের নিকট তেমন।
চরবাটাতে জন্মিয়াছেন
জননেতা বহুজন,
আমিনুল ইসলাম রাজিব হলেন-
হাজার লোকের প্রিয়জন।
নদ-নদীতে বয়ে চলে
কত না উজান ভাটি,
অহমিকা মুক্ত নেতা
কর্ম গুণে হলেন খাঁটি।
ঝিরি ঝিরি হাওয়ার বুকে
হাসনাহেনার সুবাস বয়
গুরুজনের প্রতি সদা
রাজিবের সম্মান রয়।
চরবাটাতে জন্মিয়াছেন
আরো কত কীর্তিমান
ধনে মানে পূর্ণ হোক
চরবাটা’র জয় গান।
Leave a Reply