স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে নোয়াখালী সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা বের করেছে আওয়ামী লীগ।
শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের উদ্যোগে এই আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিকালে উপজেলার মান্নান নগরে নোয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিহাব উদ্দিন শাহীন।
আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, যুবলীগ নেতা মাহমুদুর নবী রায়হান প্রমূখ। এরআগে এডভোকেট শিহাব উদ্দিন শাহীন উপজেলার দাদপুর, এওজবালিয়া ও কাদির হানিফ ইউনিয়নে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আলোচনা সভায় যোগ দিতে দুপুর থেকে আনন্দ শোভাযাত্রা নিয়ে সভা স্থলে উপস্থিত হয় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন শিহাব উদ্দিন শাহীন।
Leave a Reply