নোয়াখালীতে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশকে ঘিরে জেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসব বিরাজ করছে। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন।
নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত এ শান্তি ও উন্নয়ন সমাবেশকে ঘিরে গত এক সপ্তাহ ধরে চলছিল ব্যাপক প্রস্তুতি।
নোয়াখালীর কৃর্তি সন্তান জাতীয় নেতা ওবায়দুল কাদেরের আগমনে তাঁর ছবি দিয়ে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে জেলা শহর মাইজদীর প্রধান সড়কসহ বিভিন্ন উপজেলা। বীর মুক্তিযোদ্ধা এ নেতার নিজ জেলায় আগমনকে ঘিরে চলছে সাজ সাজ রব। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বাড়তি জনসমাগম করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। সমাবেশে ৫০ হাজার লোক নিয়ে অংশ গ্রহনের ঘোষণা দেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী। এছাড়া জেলা আওয়ামী লীগের পাশাপাশি সমাবেশ সফল করতে ব্যাপক তৎপর যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের নোয়াখালী ঠিকানা, তিনি সকল শ্রেণী-পেশার মানুষের হৃদয়ের মানুষ। তাই তাঁর আগমনে নোয়াখালীতে উৎসব দেখা দিয়েছে। সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডাকা আমাদের শান্তি ও উন্নয়ন সমাবেশ জনসমূদ্রে রুপান্তর হবে। আমরা এ সমাবেশ সফল করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছি
Leave a Reply