নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হক মাঝি হত্যা মামলায় ৪ আসামিকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে এসে সোমবার নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে আদালতের বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামীরা হলেন, আনোয়ার হোসেন (৩৭), কামাল উদ্দিন (৫৫), মামুন (২১) ও দেলোয়ার হোসেন (২৫)।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল বলেন, উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে এসে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে ৪ আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে এই মামলায় পলাতক আসামিদের ভয়ে বাদি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন নিহত আবদুল হক মাঝির ভাই জিল্লুর রহমান।
উল্লেখ্য ২০২০ সালের ৫নভেম্বর রাতে সদর উপজেলার করমূল্যা বাজারে ডাক্তার বাবুলের লোকজন অর্তকিত হামলা চালালে আবদুল হক মাঝি আহত হয়। ৭ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ লোকজন তার দোকানে এই হামলা চালিয়ে ও পিটিয়ে হত্যা করেছে তাকে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেন।
Leave a Reply