নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় ঢাকা আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ সময় একটি সুইসাইউ নোটও উদ্ধার করে পুলিশ। রোববার রাত ১০টার দিকে ঢাকা আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫৩৫ নম্বর কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. আলামিন নরসিংদী পৌরসভার কো-অপারেটিভ জুট মিলস এলাকার হাজারী পদ মন্ডলের ছেলে।
পুলিশ বলছে, ওই যুবক গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। রোববার সন্ধ্যার দিকে তার ভাড়া কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে হোটেলের লোকজন পুলিশকে খবর দিলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply