নোয়াখালীতে করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৭৫৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫১২ জন এবং মৃত্যু হয়েছে ৯১ জনের।
শনিবার (২০ মার্চ) বিকেলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. ইফতেখার মাসুম জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৮ জন, সূবর্ণচরে ১ জন, বেগমগঞ্জে ৬ জন, সোনাইমুড়ীতে ২ জন, সেনবাগে ১ জন ও কবিরহাটে ১ জন রয়েছেন।
Leave a Reply