নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউপির জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড়ে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় রিমান্ডে থাকা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি সামছুদ্দিন সুমনের স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী পিবিআই ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, রিমান্ডে থাকা আসামি সামছুদ্দিন সুমন তার ব্যবহৃত মোবাইলটি ঘটনার পর বিক্রি করে দিয়েছিল। রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদে সে মোবাইল বিক্রির বিষয়টি স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ অক্টোবর) রাতে ফেনী জেলা শহরে শান্তিনিকেতন এলাকা থেকে মুঠোফোনটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুঠোফোনের মাধ্যমে সন্ত্রাসীদের অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে ঘটনার প্রতিবাদ ও আসামিদের শাস্তির দাবিতে নোয়াখালী জেলা শহর, হাতিয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবারও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ হয়েছে। সন্ধ্যায় জেলা শহরে মুক্তিযোদ্ধা মঞ্চ বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করে।
Leave a Reply