নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরউরিয়া গ্রামে চাঞ্চল্যকর রোকেয়া হত্যা মামলায় স্বামী আমিরুল ইসলাম (৫৫) কে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার বিকালে জেলা স্পেশাল জজ আদালতের বিচারক মো : সফিকুল ইসলাম এ আদেশ প্রদান করেন।
আদালতে রায় ঘোষণার সময় বিচারক উল্লেখ করেন, ২০০০ সালের ৫ আগষ্ট রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী আমিরুল ইসলাম তার স্ত্রী রোকেয়া বেগম (৩০) কে হত্যা করে বসত ঘরে নিজ কক্ষে ঝুলিয়ে রেখে তার আত্মীয় স্বজনরাসহ এটাকে আত্মহত্যা বলে প্রচার করে। পুলিশও প্রথম এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেয়। পরবর্তীতে নিহত রোকেয়ার পিতা আবদুল কাদের গোপন সূত্রে জানতে পারেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। তখন তিনি ২০০০ সালের ৪ সেপ্টেম্বর সুধারাম থানায় রোকেয়ার স্বামী আমিরুল ইসলাম, দেবর নুরুল ইসলাম ও চাচাত দেবর জাকির হোসেনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ দীর্ঘ তদন্তের পর ময়নাতদন্তের রিপোর্টের পর্যালোচনা করে এ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালতে রাষ্ট্র পক্ষের ১০জন স্বাক্ষী সাক্ষ্য দিয়ে স্বামীর বিরুদ্ধে ঘটনা প্রমাণ করতে পারায় আদালত রোকেয়ার স্বামী আমিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। অপর দুই আসামীকে বেকসুর খালাস দেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট এমদাদ হোসেন কৈশোর। আসামি পক্ষে ছিলেন এডভোকেট মোহাম্মদ ফারুক।
Leave a Reply