নোয়াখালী জেলা সদরের চার ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে দুইটিকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকায় পায়রা ফিলিং ষ্টেশনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি’র নেতৃত্বে এবং বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এসময় পাঁচ লিটার অকটেন ওজন পরিমাপ মানদন্ড করলে পাঁচ লিটারে ৪৫০ মিলি গ্রাম অকটেন কম পাওয়া যায়। প্রতি লিটারে ৯০ গ্রাম অকটেন গায়েব করে গ্রাহকদের ঠকিয়ে আসছে এ ফিলিং ষ্টেশন! এমন অপরাধ প্রমানিত হওয়ায় ওই ফিলিং ষ্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এরপর অভিযান পরিচালিত হয় দত্তের হাটের সাজ্জাদ কোং ফিলিং ষ্টেশনে। সেখানেও একই চিত্র! পাঁচ লিটার অকটেনে ২৫০ মিলি গ্রাম অকটেন কম। অনিয়মের অভিযোগ স্বীকার করায় ওই ফিলিং ষ্টেশনকেও ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে অভিযান পরিচালিত হয় সোনাপুর ফিলিং ষ্টেশন ও মাইজদী পুরাতন বাস ষ্ট্যান্ড মেসার্স আবদুল হক ফিলিং ষ্টেশনে। ওই দুই প্রতিষ্ঠানে ওজন পরিমাপ সঠিক থাকায় তাদেরকে ধন্যবাদ জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিদর্শক (মেট) মো. মুকুল মৃধা, সুধারাম মডেল থানার পুলিশ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী।
Leave a Reply