নোয়াখালীর চৌমুহনীতে অসহায় কৃষক ও গৃহীনির মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বৃহত্তর নোয়াখালী অনলাইন ফামিলি ডেভেলপমেন্ট এসোসিশেন।
বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী পৌর অডিটোরিয়ামে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারমান ওমর ফারুক বাদশা অসহায়দের মাঝে নগদ টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর নোয়াখালী অনলাইন ফামিলি ডেভেলপমেন্ট এসোসিশেনের সভাপতি আবু নাসের বিপ্লব, সাধারণ সম্পাদক আলা উদ্দিন মাসুদ, সদস্য হারুন অর রশিদ পাটোয়ারী প্রমূখ।
এসময় নগদ অর্থ পেয়ে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সোনাইমুড়ী উপজেলার কৃষক গোলাম মোস্তফা ও সদর উপজেলার গৃহীনি রহিমা বেগম।
Leave a Reply