জাতীয় পার্টি কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী আজ বাদ মাগরিব নোয়াখালী জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনতার বন্ধু জননেতা জি এম কাদের (এম পি) স্যারের রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নোয়াখালী জেলার যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ_মোসাদ্দেকুর_রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ_আনোয়ার_হোসেন_সোহেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নোয়াখালী জেলার আহবায়ক জনাব মোঃ_আনোয়ার_হোসেন_সোহেল, প্রচার সম্পাদক ও জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি নোয়াখালী জেলার আহবায়ক
জনাব মোঃ_সিরাজুল_হক_সিরাজ, জাতীয় মৎস্যজীবি পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার আহবায়ক
জনাব মোঃ_কামাল_উদ্দিন, জাতীয় তরুণ পার্টি নোয়াখালী জেলার আহবায়ক জনাব মোঃ_সৌরভ_হোসেন_সবুজ ও জাতীয় তরুণ পার্টির নোয়াখালী জেলার সদস্য সচিব জনাব মোঃ_সাহদাত_হোসেন,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নোয়াখালী পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর_ফেরদাউস আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নোয়াখালী জেলা, সদর উপজেলা , নোয়াখালী পৌরসভা ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্ধ।
সার্বিক সহযোগিতা করেছেন জাতীয় পার্টি নোয়াখালী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোসাদ্দেকুর রহমান।
Leave a Reply