নোয়াখালীর পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) সাইফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে ডিবির একটি চৌকস টিম ২০ জানুয়ারী ২০২১ইং তারিখ রাএে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভাস্থ ০৪নং জয়কৃষ্ণপুর সাকিনস্থ আসামীর নিরব বন্ধু চুলা নামক দোকানের ভিতর হইতে আসামী ১। মোঃ ওমর ফারুক প্রকাশ সোহান (৩০), পিতা-মৃত মাহবুবুর রহমান, মাতা- রাশেদা বেগম, সাং- জয়কৃষ্ণপুর, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী এর দখল হইতে ০১টি অবৈধ বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড গুলি, ০২টি কার্তুজ, ০১টি কিরিচ, ২২(বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট, ১০০(একশত) গ্রাম গাঁজা, ১.২৫ (সোয়া বোতল) ফেনসিডিল, মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি ও মাদকদ্রব বিক্রয়ের নগদ ১,৩৫০/- (এক হাজার তিনশত পঞ্চাশ) টাকা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ ওমর ফারুক প্রকাশ সোহান (৩০) এর বিরুদ্ধে ০১টি অস্ত্র মামলা, ০২টি মাদকের মামলা ও ০১টি পুলিশ এসোল্ট মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। এতদ্সংক্রান্তে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রহিয়াছে। নোয়াখালী জেলা পুলিশের ফেসবুক থেকে সংবাদটি সংগৃহীত।
Leave a Reply