১৪ বছরের এক তরুণীকে নোয়াখালীর সুবর্ণচর থেকে অপহরণ করতে গিয়েছিলেন চট্টগ্রামের পাঁচ যুবক। অপহরনের চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে চরজব্বর থানা পুলিশ।
শনিবার (২৬ ডিসেম্বর) পাঁচ যুবককেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়,
নোয়াখালীতে গ্রেপ্তার চট্টগ্রামের এই পাঁচ যুবক হলেন— সাগর দাস (২৩), নুর মোহাম্মদ হাসান রায়হান (২৪), আজিজুল হক (২২), জিতু বড়ুয়া এবং মীর মোশাররফ হোসেন সৌরভ (২১)।
থানায় দায়ের হওয়া এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে সাগর দাসের নেতৃত্বে ৫ যুবক চট্টগ্রাম থেকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে বাড়ির সামনে থেকে এক তরুণীকে জোরপূর্বক টানাহেঁচড়া করে মাইক্রোবাসে উঠিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই ৫ যুবককে আটক করে।
তবে গ্রেপ্তার যুবকদের দাবি, ওই তরুণীর সঙ্গে আটক সাগর দাসের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্রে তারা নোয়াখালীতে গিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply