বন্ধু মহল ব্লাড ডোনার নোয়াখালী কতৃক আয়োজিত ” Fighting life of thalassemia patients” বিয়ের আগে পরিক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত এ প্রতিপাদ্য নিয়ে গতকালকে “নোয়াখালী ম্যাটস” অডিটোরিয়ামে ১৫ জন থ্যালাসেমিয়া রোগীর পরিবার কে তুলে দেওয়া হয়েছে ৬ মাসের ব্লাড ইকুমেন্ট।
এই সময় রনি শীল রূপকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। সংগঠনের উপদেষ্টা ডাঃ সৈয়দ আজিম স্যার
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: ফজলে এলাহী খাঁন ( এনাম) স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ডাঃ মোঃ মাহবুবুর রহমান, আরো উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, অসীম রায় নয়ন, সিভিল সার্জন অফিসসার মোঃ সাইফ। অনুষ্ঠানে তাদের কে সম্মান স্মারক প্রদান করা হয়৷
Leave a Reply