নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী পথচারী ও সাধারণ মানুষের মাঝে ৩০ টন আম, কাঁঠালসহ বিভিন্ন মৌসুমী ফল বিতরণ করেছেন। সোমবার দুপুরে সদর উপজেলার সোনাপুরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পথচারী ও সাধারণ মানুষের মাঝে এই মৌসুমী ফল বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, কাদিরহানিফের চেয়ারম্যান আবদুর রহিম, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট, ধর্মপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি মাষ্টার নজির আহাম্মদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত এক সপ্তাহ ধরে তিনি সদরের ভাটিরটেক চৌমুনহী বাজার, বাংলা বাজার, উত্তর ওয়াপদা, কালাদরাপ, বিনোদপুর, আন্ডারচর ও সুবর্ণচরের বিভিন্ন হাট বাজারে গণসংযোগকালে পথচারী ও সাধারণ মানুষের মাঝে এই মৌসুমী ফল বিতরণ করছেন।
Leave a Reply