নোয়াখালী জেলায় এক লাখ চার হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে।
রোববার (৩১ জানুয়ারি) দুপুরে বেক্সিমকোর বিশেষ ফ্রিজিং গাড়িতে করে করোনার ভ্যাকসিন জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা এসব ভ্যাকসিন গ্রহণ করেন। পরে তা সিভিল সার্জন অফিসের ইপিআই এর বিশেষায়িত কক্ষে রাখা হয়।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, ফেরুয়ারির ৬ তারিখ পর্যন্ত যারা ভ্যাকসিন প্রয়োগ করবে তাদের প্রশিক্ষণ চলবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ ফের্রুয়ারি ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। তবে প্রথম দফায় কারা পাবে তা এখনও নির্ধারণ করা হয়নি।
তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গে নিয়ম মেনে তা প্রয়োগ শুরু করা হবে।
Leave a Reply