সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নিজে টিকা নিয়ে জেলায় টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। সকাল ১০টায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের নির্ধারিত বুথে তিনি টিকা নেন। এছাড়া সকাল ১১টায় নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, জেলা প্রশাসক মো. খোরশেদ আলম ও সিভিল সার্জন ডাঃ ইফতেখার মাসুম টিকা নিয়েছেন।
এরপর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, বাংলাদেশ ফুটবল ফেরারেশনের সহ -সভাপতি আতাউর রহমান মানিকসহ সম্মুখ সারির যোদ্ধাদের টিকা দেওয়া হয়।
নিজে টিকা দিয়ে সংসদ সদস্য একরামুল করি চৌধুরী গুজবে কান না দিয়ে সবাইকে টিকা দিয়ে নিরাপদ থাকার আহবান জানান।
সিভিল সার্জন জানান, বিকাল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। আজ ১ম দিনে ২০০ জনকে টিকা দেওয়া হবে।
আজ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ২২০ জনকে এবং পুলিশ লাইন্স হাসপাতালে ৫০ জনকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য জেলায় ১০টি কেন্দ্রে ৩৩টি বুথ খোলা হয়েছে। প্রতিটি টিকাকেন্দ্রে দুইজন করে স্বাস্থ্যকর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। টিকা দেওয়ার জন্য এ পর্যন্ত নিবন্ধন হয়েছে প্রায় তিন হাজার।
Leave a Reply