“গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যে বনায়নের জন্য নোয়াখালীর কবির হাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে বন বিভাগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩জুন) টেকসই বন ও জীবিকা (Sustainable Forests and Livelihoods-SUFAL) প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে (চলতি জুন-২০২৩ ইং মাসে) ১০.০ সিডলিং কিলোমিটার স্ট্রীপ (সংযোগ সড়ক) বাগান সৃজনের নিমিত্ত উপকারভোগীদের সাথে ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন এবং বাগান সৃজনের জন্য নির্বাচিত স্থান (বাঁশখালী খালের উভয় পাড়ের এবং তৎসংলগ সড়ক, দক্ষিণ জগদানন্দ, ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন) পরিদর্শন করেন তিন।
এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বন কর্মকর্তাগন।
Leave a Reply