নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে বড়শি দিয়ে মাছ ধরার সময় মেঘনা নদীর পাড় ধসে মাটির নিছে চাপা পড়ে মো: সাহাব উদ্দিন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জনতা বাজারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন চানন্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড মোল্লা বাড়ীর মো: রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জনতা বাজার ঘাটের পূর্ব পাশের মেঘনা নদীর পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরছিল কিশোর সাহাব উদ্দিন। সাড়ে ১০টার দিকে হঠাৎ করে সাহাব উদ্দিনসহ নদীর পাড়টি ধসে নদীতে পড়ে যায়। এসময় মাটির নিছে চাপা পড়ে নিখোঁজ হয় সাহাব উদ্দিন।
পরে স্থানীয় লোকজন ছুঁটে এসে খোজাখুঁজির পর তার পায়ের অংশ দেখে মাটি সরিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কিশোরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply