শহীদ বুদ্ধিজীবী দিবসে নোয়াখালীতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সমাবেশের মধ্যদিয়ে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ টা ১ মিনিটে নোয়াখালী জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে আয়োজিত আলোচনা সমাবেশে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ নোয়াখালীর সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালীর কমান্ডার মোজ্জামেল হক মিলন, মুক্তিযোদ্ধা জিএস কাশেম, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কাজী মানছুরুল হক খসরু, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহম্মেদ ফখরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোয়াজ্জেম হোসেন আরমান, বিজয় মেলা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক কাজল ভট্টাচার্য প্রমূখ।
মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সমাবেশে সংগঠনগুলোর নেতাকর্মীর পাশাপাশি আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহন ছিলো লক্ষনীয়।
Leave a Reply