নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে চার হাজার রোহিঙ্গার জনগোষ্ঠীর জন্য বনভোজনসহ বিশেষ ভোজ, দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল থেকে ভাসানচরের পাঁচ নম্বর ক্লাস্টারের পাশে খেলার মাঠে রোহিঙ্গা শিশু ও নারীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুরে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের।
মেজবানিতে ২৮ মণ গরুর মাংস রান্না করছেন চট্টগ্রাম থেকে আসা ১৫ জন বাবুর্চি। বিকেলে অনুষ্ঠিত হয় রোহিঙ্গাদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply